আমেরিকা ও রাশিয়ার শীর্ষ কূটনীতিকরা সৌদি আরবের রিয়াদে মঙ্গলবার দীর্ঘ সাড়ে চার ঘণ্টার বৈঠক করেছেন। দুই দেশের মধ্যকার ভঙ্গুর সম্পর্ক মেরামত এবং ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্য নিয়ে এই দ্বিপক্ষীয় বৈঠক হয়। আমেরিকার সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠক ইতিবাচক এবং গঠনমূলক হয়েছে বলে মন্তব্য করেছে রাশিয়া।
আলোচনায় আমেরিকার প্রতিনিধিত্ব করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ।
রাশিয়ার প্রতিনিধিত্ব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও পুতিনের জ্যেষ্ঠ সহযোগী ইউরি উশাকভ ও রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিম।
সৌদি আরবের পক্ষ থেকে মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ। তবে ইউক্রেনের পক্ষে কাউকে ওই আলোচনায় দেখা যায়নি।
আলোচনা শেষে আমেরিকার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের সংঘাতের অবসান নিয়ে আলোচনার জন্য দল ঘোষণা করবে আমেরিকা ও রাশিয়া।
এদিকে আলোচনা শেষে কিরিল দিমিত্রিম রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ওয়ানকে বলেছেন, ‘অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক সংলাপ শুরু হয়েছে। রাশিয়ার অবস্থান কখনই শোনার চেষ্টা না করা জো বাইডেনের প্রশাসনের মতো নয়। বরং সংলাপ শুরু করার, রাশিয়ার অবস্থান বোঝার এবং আমরা যেসব বিষয়ে ঐকমত্য পোষণ করি সেসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য অত্যন্ত আন্তরিক প্রচেষ্টা ছিল এই বৈঠকে।’
তিনি আরো বলেছেন, ‘এমন অনেক বিষয় আছে, যেগুলো নিয়ে আমরা একমত…আমরা পরস্পরকে আরো ভালোভাবে জানতে পারি…আমরা একে অপরকে এখন আরো ভালোভাবে বুঝতে পারি।
বৈঠকে অংশ নেওয়া পুতিনের জ্যেষ্ঠ সহযোগী ইউরি উশাকভ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, “দুই পক্ষের মধ্যে খুব ‘গুরুত্বপূর্ণ’ আলোচনা হয়েছে। তবে দুই দেশের মধ্যে বরফ গলছে কি না তা বলা কঠিন। আমরা যেসব বিষয় আলোচনায় তুলতে চেয়েছিলাম, সেসব বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।” এ ছাড়া ট্রাম্প ও পুতিনের মধ্যে শীর্ষ সম্মেলনের দিনক্ষণ নিয়ে ভাবার সময় এখনো হয়নি বলেও জানাননি।
সৌদি স্থানীয় সময় সকালে আমেরিকা-রাশিয়ার কূটনীতিবিদরা রাজধানী রিয়াদের দিরিয়াহ প্রাসাদে বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন সাংবাদিকরা।