শনিবার

,

২২শে মার্চ, ২০২৫

কুইন্সের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে তিন জন নিহত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নিউ ইয়র্ক সিটির একটি বাড়িতে আগুন লেগে তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে কুইন্সের ৩৪তম অ্যাভিনিউয়ের কাছে ২০৮তম স্ট্রিটের একটি দোতলা বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে সিটির ফায়ার ডিপার্টমেন্ট।

অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে ১০০ জনেরও বেশি অগ্নিনির্বাপককর্মী এবং ইএমএস কর্মীরা কাজ করেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত।

নিউ ইয়র্ক পুলিশ বিভাগের মতে, ঘটনাস্থলেই ৫৬ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়। ৫৪ এবং ৯০ বছর বয়সী দুই মহিলাকেও নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়।