রবিবার

,

২৩শে মার্চ, ২০২৫

দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ বিগত দিনের সব অধিকার আদায়ে বিএনপিকে পাশে পেয়েছে, তাই তারা বিএনপির দিকে তাকিয়ে আছে, বিএনপি তাদের দিশা দেখাবে।

রবিবার নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘বিগত স্বৈরাচারী সরকার দেশের শিক্ষা, চিকিৎসা, পুলিশ, বিচার বিভাগসহ সব প্রতিষ্ঠান ধ্বংস করেছিল।

রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা নিয়ে জনগণের দোরগোড়ায় যেতে হবে। মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার, রাজনীতির অধিকার ফিরিয়ে আনতে হবে। বিএনপির ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র এবং রাষ্ট্রকাঠামো আমাদের মেরামত করতে হবে।’

বিগত নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘তামাশার নির্বাচন করে সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিবাদী স্বৈরাচারেরা।

আপনাদের প্রতিরোধে পালিয়েছে সেই ফ্যাসিবাদী স্বৈরাচার, এখন সময় নতুন করে দেশ গড়ার, আগামী প্রজন্ম যেন শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে, সে জন্য আমাদের কাজ করতে হবে।’