হিন্দু সম্পদায়ের বৃহত্তম ধর্মীয় সমাবেশ কুম্ভ মেলা। সেখানে অংশ নিতে শনিবার রাতে ভারতের রাজধানী নয়াদিল্লির একটি রেলস্টেশনে জড়ো হয় অতিরিক্ত মানুষ। শৃঙ্খলা না থাকায় ট্রেনে উঠতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয়ে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
লোক নায়ক হাসপাতালের ডা. রিতু সাক্সেনা বলেন, আমরা হাসপাতালে ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি। সম্ভবত তারা অক্সিজেনের অভাবে মারা গেছেন, তবে ময়নাতদন্তের পরই এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরো বলেন, দুর্ঘটনায় আহত ১১ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের বেশিরভাগের হাড়ভাঙা সংক্রান্ত চোট রয়েছে এবং তারা স্থিতিশীল অবস্থায় আছেন।
এনডিটিভি জানায়, শহরের অন্য একটি হাসপাতালের পদদলিত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, প্রিয়জনদের হারানো সকলের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন কাজ করছে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভক্তদের ভিড় কমাতে নয়াদিল্লি থেকে অতিরিক্ত বিশেষ ট্রেন চালানো হচ্ছে। গত এক মাসে প্রায় ৫০ কোটি ভক্ত এই মেলায় অংশ নিয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
প্রতি ১২ বছর পরপর উত্তর ভারতের প্রয়াগরাজে আয়োজিত হয় কুম্ভ মেলা। এ বছর ২৬ ফেব্রুয়ারি এই মেলা শেষ হওয়ার কথা রয়েছে।