শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই। ১৫ ফেব্রুয়ারি সকালে তিনি ভারতের কলকাতার একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। প্রতুল মারাত্মক অসুস্থ হয়ে ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
জানুয়ারি মাসের শুরুর দিকে নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হলে গায়ককে দ্রুত হাসপাতালের নাক-কান-গলা (ইএনটি) বিভাগে ভর্তি করা হয়।
পারিবারিক সূত্রের তথ্য মতে, এরপর জানুয়ারি মাসের শেষের দিকে আবার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন প্রতুল। হঠাৎই শুরু হয় শ্বাসকষ্ট। ফুসফুসের প্রবল সংক্রমণের মধ্যেই হার্ট অ্যাটাক করেন। দ্রুত কার্ডিওলোজি বিভাগে শিল্পীকে স্থানান্তর করা হয়। দেয়া হয় প্রয়োজনীয় হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক। অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন।
বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় ১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন। দেশ ভাগের সময় সপরিবারে ভারতে পাড়ি জমান তিনি। ছোটবেলা থেকেই নিজের লেখা গানে সুর দিতেন। তাঁর অনেক সৃষ্টির মধ্যে ‘আমি বাংলায় গান গাই’ গানটি বিশেষভাবে সমাদৃত।
গানটি ২০১১ সালের মার্চে প্রকাশিত হয়।
প্রতুল মুখোপাধ্যায়ের জনপ্রিয় অ্যালবামের মধ্যে রয়েছে ‘পাথরে পাথরে নাচে আগুন’, ‘যেতে হবে’, ‘ওঠো হে, স্বপ্নের ফেরিওয়ালা’, ‘তোমাকে দেখেছিলাম’, ‘স্বপনপুরে’, ‘অনেক নতুন বন্ধু হোক’, ‘হযবরল’, ‘দুই কানুর উপাখ্যান’, ‘আঁধার নামে’ ইত্যাদি।