আমেরিকার ফেডারেল আদালত আগামী পাঁচ দিনের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাময়িকভাবে দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) তহবিল স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ফেডারেল আদালতের বিচারক আমির আলী এক রায়ে এই নির্দেশ দেন। শুক্রবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনের তথ্যমতে, বিচারক বলেন, হঠাৎ অর্থায়ন বন্ধের কারণে সহায়তা সংস্থাগুলো এবং সরবরাহকারীরা আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে।
গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে ৯০ দিনের জন্য আমেরিকার বৈদেশিক উন্নয়ন সহায়তা স্থগিত করেন। এ সিদ্ধান্তের কারণে ইউএসএআইডির মাধ্যমে পরিচালিত অনেক প্রকল্পের অর্থায়ন বন্ধ হয়ে যায়।
ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে অনুমোদিত বৈদেশিক সহায়তা আপাতত স্থগিত বা বাতিল করা যাবে না। ট্রাম্প ও তাঁর সহযোগী ইলন মাস্ক যুক্তি দেখিয়েছেন, বিদেশি সহায়তা আমেরিকার নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তবে আদালত জানান, কংগ্রেস অনুমোদিত তহবিল স্থগিতের পেছনে প্রশাসন কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি।
আদালত প্রশাসনকে সব অংশীদারকে তহবিল পুনরায় চালুর বিষয়ে অবহিত করে পাঁচ দিনের মধ্যে অগ্রগতির প্রমাণ দিতে নির্দেশ দিয়েছেন।
পাশাপাশি ইউএসএআইডির কর্মসূচি পর্যালোচনার নামে অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ জারি না করতে সতর্ক করেছেন।