রবিবার

,

২৩শে মার্চ, ২০২৫

হানিমুনে ভালোবাসা দিবস উদ্‌যাপন চমকের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বিয়ের পর হানিমুনের জন্য বেছে নিয়েছেন ভালোবাসা দিবসকে।
বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস এ দম্পতির। তাই বিবাহিত জীবনের সাথে খাপ খাইয়ে নিতে এবং স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করতে আইডিয়াটি তার ভক্তদের সাথে শেয়ার করেছেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, অভিনেত্রী ভালোবাসা দিবসে হানিমুনে গেছেন মালয়েশিয়া। ছবিতে বেশ খোশ মেজাজে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন।

একগুচ্ছ ছবি শেয়ার করে চমক ক্যাপশনে লিখেছেন, ‘অফিসিয়ালি এটা আমাদের প্রথম হানিমুন এবং প্রথম ভ্যালেন্টাইন’স ডে মিস্টার অ্যান্ড মিসেস হিসেবে একসাথে।’

৭০তম ভ্যালেন্টাইন এমনি করেই উদ্‌যাপন করতে চাই উল্লেখ করে অভিনেত্রী আরও বলেন, ‘প্রিয় স্বামী আমার পাশে এমন করে হাসতে থাকো চিরকাল। আমি আমাদের ৭০তম ভ্যালেন্টাইন এমনি করেই উদ্‌যাপন করতে চাই। হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে, আমার প্রিয়।’

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন রুকাইয়া জাহান চমক। এরপর তিন বছরের বিরতি নিয়ে ২০২০ সালে অভিনয়ে নাম লেখান তিনি।