রবিবার

,

২৩শে মার্চ, ২০২৫

বাংলাদেশ নিয়ে ট্রাম্পকে ‘উদ্বেগের’ কথা জানালেন মোদি: ভারত

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াইট হাউসে বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বৈঠকে মোদি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তার ‘উদ্বেগের’ কথা জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ পরিস্থিতিকে ভারত কীভাবে দেখছে, তা–ও তুলে ধরেছেন তিনি।

শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি এবং ভারত এই পরিস্থিতিকে যেভাবে দেখছে, সে বিষয়ে প্রধানমন্ত্রী (মোদি) তার মতামত ও উদ্বেগের কথা জানান। ওই বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াবলি নিয়েও আলোচনা হয়।

ভারতের পররাষ্ট্রসচিব বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি ছিল বাংলাদেশ পরিস্থিতি। বিক্রম মিশ্রি বলেন, ‘প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে তার মতামত, বস্তুত তার উদ্বেগগুলো তুলে ধরেছেন। ভারত এই পরিস্থিতিকে কীভাবে দেখছে, তা–ও উল্লেখ করেছেন তিনি।’

ভারতের পররাষ্ট্রসচিব বলেন, ‘আমরা আশা করি যে বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে এগোবে, যেখানে আমরা তাদের সঙ্গে একটি গঠনমূলক ও স্থিতিশীল উপায়ে সম্পর্ক বজায় রাখতে পারব।’

এদিকে বাংলাদেশের ঘটনাবলিতে আমেরিকার ‘ডিপ স্টেট’–এর কোনো ভূমিকা থাকার বিষয়টি নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘সেখানে (বাংলাদেশে) আমাদের “ডিপ স্টেটের” কোনো ভূমিকা ছিল না….’।

৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়। এর পর থেকে বাংলাদেশ–ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক মাসগুলোয় সীমান্তবেড়া নির্মাণ ইস্যুতে একাধিকবার কূটনৈতিক প্রতিবাদ জানানো হয়েছে। ড. ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে, যাতে ভারত এখনো সাড়া দেয়নি।