চলমান ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের কারণে তিন পাকিস্তানি ক্রিকেটারকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শাস্তির মুখে পড়েছেন পেসার শাহীন শাহ আফ্রিদি, সৌদ শাকিল ও বদলি ফিল্ডার কামরান গুলাম।
বুধবার করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের রেকর্ড গড়া জয়ের ম্যাচে এই তিন খেলোয়াড় আইসিসির লেভেল ওয়ান আচরণবিধি ভঙ্গ করেন। এর ফলে শাস্তিস্বরূপ তাদের ম্যাচ ফির কিছু অংশ কেটে নেওয়া হয়েছে এবং ডিসিপ্লিনারি রেকর্ডে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
শাহীন শাহ আফ্রিদির ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচের ২৮তম ওভারে ইচ্ছাকৃতভাবে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ম্যাথু ব্রিটজকেকে সিঙ্গেল নিতে বাধা দেন তিনি, যা আচরণবিধি লঙ্ঘন। এদিকে, পরের ওভারে টেম্বা বাভুমা রানআউট হওয়ার পর তার কাছাকাছি গিয়ে উস্কানিমূলক উদযাপন করেন সৌদ শাকিল ও কামরান গুলাম। এর জন্য তাদের দুজনকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসি জানিয়েছে, গত ২৪ মাসে এই তিন ক্রিকেটারের নামের পাশে কোনো শাস্তি ছিল না। তবে এবার তাদের রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। তিন জনই নিজেদের শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি বলে জানিয়েছে আইসিসি।