শনিবার

,

২২শে মার্চ, ২০২৫

ওটিটি প্ল্যাটফর্মে আসছে মেহজাবীন ও রেহানের ‘নীল সুখ’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবস উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে মেহজাবীন ও রেহান অভিনীত ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। মুক্তি উপলক্ষে সোমবার তেজগাঁও-গুলশান লিঙ্ক রোডের শান্তা ফোরামে আয়োজিত হয় সংবাদ সম্মেলন।

১০ ফেব্রুয়ারি ‘নীল সুখ’র অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশের পর থেকেই সাড়া ফেলেছে ওয়েব ফিল্মটি। বিঞ্জের প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ছবিটি।

ট্রেলারে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের ব্যবহার মুগ্ধ করেছে দর্শকদের। মেহজাবীন চৌধুরী আর ফররুখ আহমেদ রেহানের অভিনয়ও মন কেড়েছে দর্শকের।

ট্রেলার রিলিজ অনুষ্ঠানে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘ছবিটি নিখাদ ভালোবাসার। দু’টি মানুষের সম্পর্ক আর তাদের আনন্দ বেদনার গল্পই ‘নীল সুখ’। মেহজাবীন আশাবাদী নীল সুখ ওয়েব দুনিয়ায় ঝড় তুলবে।’

মেহজাবীন চৌধুরী বলেন, ‘নীল সুখ কাজটি করতে গিয়ে আমি গল্পটা এবং আমার চরিত্রটি আমি ভীষণ উপভোগ করেছি। কাজটি রোমান্টিক গল্পের হলেও এতে ভিন্নতা আছে। এটা একটা অন্যরকম ভালোবাসার গল্প। যারা একটু ভিন্ন ধাঁচের গল্প দেখতে আগ্রহী এটি তাদের জন্য।’

অভিনেতা রেহান বলেন, ‘এটি হতে পারে এবারের ভ্যালেন্টাইনের শ্রেষ্ঠ ভালোবাসার গল্প। কণ্ঠশিল্পী ন্যান্সি’র জন্যও এটি যেন নতুন করে গানের ভূবনে ফেরা।’