রবিবার

,

২৩শে মার্চ, ২০২৫

লি‌বিয়া থেকে ফিরলেন আরও ১৪৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

অবৈধপথে লিবিয়া গিয়ে আটকে পড়া আরও ১৪৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁরা লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে এই প্রবাসীরা দেশে ফেরেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ায় আটকে পড়া ১৪৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাঁরা ফেরত এসেছেন।

এ নিয়ে ২০২৩ সালের জুলাই থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ৩৯০ জন বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা ত্রিপলি ও বেনগাজি শহরের বিভিন্ন ডিটেনশন সেন্টারসহ বিচ্ছিন্ন স্থানে আটক ছিলেন।

দেশে ফিরে আসা বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। দেশে ফেরত আসার পর এই ভয়ংকর পথ পাড়ি দিয়ে আর যেন কেউ লিবিয়ায় না যায় এ বিষয়ে তাদের সচেতন হওয়ার আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (আইএমও) পক্ষ থেকে লিবিয়া থেকে ফেরত আসা প্রত্যেককে ৬ হাজার টাকা, কিছু খাদ্য সামগ্রী উপহার, মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।