‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চলছে তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে।
বৃহস্পতিবার এ আয়োজনে গান গাইবেন নগরবাউল জেমস ও ব্যান্ড আর্টসেল।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হবে সন্ধ্যার পর থেকে। পুরো কনসার্টটি সবার জন্য থাকবে উন্মুক্ত, কোনো টিকিট লাগবে না।
এছাড়া, বেলা ১১টায় থাকছে কেস কমপিটিশন এবং বিকেল পৌনে চারটায় পুরস্কার বিতরণী। সন্ধ্যা ছয়টায় মঞ্চে পারফর্ম করবে আর্টসেল, এরপর সাড়ে আটটায় নগরবাউলের মঞ্চে ওঠার কথা রয়েছে।
মেলা, ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেমিনারসহ নানামাত্রিক আয়োজনে সাজানো এই উৎসবের সমাপ্তি ঘটবে বৃহস্পতিবার। আর সমাপনী চমক হিসেবে মঞ্চ মাতাবেন নগর বাউল জেমস।