মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) প্রকল্প মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কুয়েত প্রবাসীদের ই-পাসপোর্ট গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার এক বার্তায় কুয়েতে বাংলাদেশ দূতাবাস এ আহ্বান জানায়।
বিবৃতিতে বলা হয়, মেশিন রিডেবল পাসপোর্ট প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে এবং এই পাসপোর্ট প্রিন্টের কাজে ব্যবহৃত মেশিন, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ হয়েছে। ফলে মেশিন রিডেবল পাসপোর্ট সময়মত ডেলিভারি দেওয়া দুরূহ হয়ে পড়েছে।
এ অবস্থায় এমআরপি পাসপোর্টের পরিবর্তে ই-পাসপোর্ট গ্রহণ করার জন্য কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অনুরোধ করা হলো।
বিবৃতিতে আরও বলা হয়, যে সব ব্যক্তির ই-পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে জটিলতা আছে তাদের জন্য সীমিত পরিসরে চলতি বছরের ডিসেম্বর ২০২৫ মেশিন রিডেবল পাসপোর্ট ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর হতে ইস্যু করে কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে বিতরণ করা হবে।