শনিবার

,

২২শে মার্চ, ২০২৫

অ্যারিজোনার স্কটসডেল বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি বিমানবন্দরে অবতরণের পর একটি বাণিজ্যিক বিমানের সঙ্গে আরেকটি বিমানের সংঘর্ষে অন্তত একজনের মৃত্যু হয়েছে। একটি বিমানের ভেতরে আটকা পড়ে আছেন এক ব্যক্তি। হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো তিনজনকে। সোমবার অঙ্গরাজ্যটির স্কটসডেল ​​বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ এই কথা জানিয়েছে। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, একটি জেট বিমান বিমানবন্দরটিতে দাঁড়িয়ে থাকা জরুরি যানবাহনসহ একটি বড় বিমানের পেছনে ধাক্কা দেয়।

দেশটির ফেডারেল এভিয়েশন অথরিটির (এফএএ) একজন মুখপাত্র বলেছেন, ‘অ্যারিজোনার স্কটসডেল মিউনিসিপ্যাল ​​বিমানবন্দরে অবতরণের পর লিয়ারজেট ৩৫এ বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে গালফস্ট্রিম ২০০ বাণিজ্যিক বিমানকে ধাক্কা দেয়। আমরা জানি না, বিমানটিতে কতজন আরোহী ছিলেন।

স্কটসডেল ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ডেভ ফোলিও জানিয়েছেন, প্রাথমিকভাবে উদ্ধারকারীরা পাঁচজন রোগীর চিকিৎসা করেন। একজনকে মৃত ঘোষণা করা হয় এবং আরও তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে আমেরিকায় চতুর্থবারের মতো বিমান দুর্ঘটনা ঘটলো। এর আগে ৩০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির কাছে রোনাল্ড রিগ্যান বিমানবন্দরে সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষে নিহত হন ৬৭ জন। এছাড়া, ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সাতজন প্রাণ হারান। এছাড়াও, গেল বৃহস্পতিবার আলাস্কায় ছোট বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন ১০ আরোহী।