সোমবার

,

২৮শে এপ্রিল, ২০২৫

বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়ছে আমেরিকা-চীন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার বিরুদ্ধে চীনের পাল্টা আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হয়েছে সোমবার থেকে। এটি বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্যযুদ্ধকে আরও তীব্র করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আরও কিছু দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

আমেরিকা চীনা পণ্যের ওপর ১০ শতাংশ নতুন শুল্ক কার্যকর করার পরপরই গত ৪ ফেব্রুয়ারি পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয় বেইজিং।

বিশ্লেষকরা বলছেন, আমেরিকা-চীন পরস্পরের পণ্যের ওপর শুল্ক আরোপ করলেও বিশ্ব বাণিজ্যে এর প্রভাব পড়বে। আর ডোনাল্ড ট্রাম্প এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখলে আরও অনেক দেশ এতে জড়িয়ে পড়তে পারে।

এসবের ফলে ধীর হয়ে যেতে পারে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি।

চীন সর্বশেষ কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫ শতাংশ আমদানি করসহ আমেরিকার কিছু পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিলো। এছাড়া আমেরিকান অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি এবং বড় ইঞ্জিনের গাড়ির ওপর দশ শতাংশ শুল্কও আরোপ করা হয়েছিলো।

গত সপ্তাহে, চীনা কর্তৃপক্ষ প্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে অ্যান্টি মনোপলি তদন্ত শুরু করেছে। এছাড়া ডিজাইনার ব্রান্ড কালভিন ক্লেইন অ্যান্ড টমি হিলফিগার এর আমেরিকার মালিক পিভিএইচকে কথিত ‘আনরিলায়েবল এনটিটি’ তালিকায় যুক্ত করেছে।

চীন একই সঙ্গে ২৫ ধরনের বিরল ধাতব পদার্থের ওপর শুল্ক নিয়ন্ত্রণ আরোপ করেছে। এগুলো অনেক ধরনের বৈদ্যুতিক পণ্য ও সামরিক উপকরণের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়।

ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য হলো নির্বাচনি প্রচারে দেয়া পারস্পারিক শুল্ক আরোপের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। তিনি তখন বলেছিলেন আমেরিকার পণ্যের ওপর শুল্ক থাকলে একই হারে আমেরিকাও শুল্ক আরোপ করবে।