রবিবার

,

২৩শে মার্চ, ২০২৫

অর্থ জালিয়াতি ও অপচয় রোধে ট্রাম্পকে সহায়তা করবেন মাস্ক

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকা সরকারের শত শত কোটি ডলারের জালিয়াতি ও অপচয় রোধ করতে ট্রাম্পকে সহায়তা করবেন ইলন মাস্ক। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট ফেডারেল ব্যয় কমানোর লক্ষ্যে একের পর এক নির্বাহী আদেশ জারি করেছেন।

আমেরিকা সরকারের ব্যয় কমানোর দায়িত্ব দেয়া হয়েছে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সির প্রধান ইলন মাস্ককে।

এর ফলে দেশটির লাখো নাগরিকের ব্যক্তিগত ও আর্থিক তথ্য মাস্কের হাতে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন থেকে মাস্ক তার ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থ উদ্ধার করছেন।

এর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, সরকারের শত কোটি ডলারের জালিয়াতি ও অপব্যবহার খুঁজে বের করতে আমেরিকার জনগণ রিপাবলিকানদের বিজয়ী করেছে। এই কাজে খুবই দক্ষতা ও আন্তরিকতার সাথে সহায়তা করে যাচ্ছেন ইলন মাস্ক।

কোনও ব্যাপক অবৈধ কার্যকলাপ বা জালিয়াতির প্রমাণ না মিললেও প্রশাসনের তুলে ধরা বেশ ক’টি সরকারি প্রকল্প বন্ধ করা বা কমানো উচিত বলে মনে করছেন ট্রাম্প।

মাস্ক ইতোমধ্যেই আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) বন্ধ করার জন্য নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন। সংস্থাটির হাজার হাজার কর্মচারীকে ছাঁটাই করেছেন তিনি।

যদিও শুক্রবার, একজন ফেডারেল বিচারক ইউএসএইড -এর বেতনভুক্ত ২ হাজার ২০০ কর্মীকে ছুটিতে পাঠানোর প্রশাসনের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছেন।