আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে পণ্ড হয়ে গেছে ফরচুন বরিশালের বিপিএল জয়ের উৎসব।
বিমানে করে দুপুর ২টায় বরিশাল পৌঁছে বিকাল চারটার দিকে শিরোপা নিয়ে বেলস পার্কে পৌঁছায় দলটি, আবার সাড়ে ৬টায় ঢাকা ফেরে।
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা মঞ্চে উঠতেই উল্লাসে ফেটে পড়েন উপস্থিত ভক্ত-সমর্থকরা। ‘বরিশাল, বরিশাল’ স্লোগানে কেঁপে ওঠে জনসমুদ্রে পরিণত হওয়া বেলস পার্ক।
মঞ্চে উঠে শিরোপা উঁচিয়ে ধরেই কয়েক মিনিটের মাথায় নেমে যান বরিশালের ক্রিকেটাররা।
ট্রফি প্রদর্শন এবং দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু জনতার ভিড় সামলাতে যতটা নিরাপত্তাব্যবস্থা থাকা দরকার ছিল, তা না থাকার পাশাপাশি আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে শেষ পর্যন্ত কিছুই হয়নি। বিক্ষুব্ধ জনতার জুতা-চেয়ার নিক্ষেপ ও ক্ষোভের বহিঃপ্রকাশের মধ্য দিয়ে পণ্ড হয়ে যায় সব।
চেয়ার ছোড়া ও হুড়োহুড়িতে আহত হন সংবাদকর্মীসহ অন্তত ১০ জন।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই শেষে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারায় ফরচুন বরিশাল। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে অধিনায়ক তামিম ঘোষণা দেন, ‘আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পারবেন।’