রবিবার

,

২৩শে মার্চ, ২০২৫

সহিংসতায় বিধ্বস্ত মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ভারতের মণিপুরে জাতিগত সহিংসতা শুরু হওয়ার দুই বছর পর রবিবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেছেন।

বীরেন সিং রাজ্যে তার নেতৃত্বের বিরুদ্ধে বিজেপির অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করতে এবং কংগ্রেসের অনাস্থা প্রস্তাব ও সংসদে আস্থা ভোটের সম্ভাবনা এড়াতে এই সিদ্ধান্ত নেন। এদিন সন্ধ্যায় তিনি রাজ্যপালের কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

এর আগে রবিবার সকালে দিল্লি সফরে গিয়ে বীরেন দলীয় প্রধান জেপি নাড্ডা এবং দলের প্রধান কৌশলবিদ ও কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেন।

রাজ্য সরকার থেকে কনরাড সাংমার জাতীয় পিপলস পার্টি সমর্থন প্রত্যাহার করে নেওয়া সত্ত্বেও বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে দলের নেতৃত্বে পরিবর্তন চাওয়া বিজেপির বিধায়করা মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা প্রস্তাবে সায় দিতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন বীরেন সিং।

পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, গত কিছু দিন ধরেই দলের ভেতরে ও বাইরে দ্বিমুখী চাপের মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং।

দেশটির সংবাদমাধ্যম বলছে, মণিপুর বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে ভাবনাচিন্তা করছিল কংগ্রেস। এছাড়া বীরেনের নেতৃত্ব নিয়ে অসন্তুষ্ট ছিলেন রাজ্যের বিজেপি বিধায়করাও। ভোটাভুটি হলে বীরেন সরকারের পতনের সম্ভাবনা রয়েছে, এমন আশঙ্কা তৈরি হয় সেখানে। এর মাঝে বীরেনের পদত্যাগ ছাড়া কোনও গতি ছিল না।

সূত্রগুলো আরো জানায়, মহারাষ্ট্র, হরিয়ানা ও দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যের পরিপ্রেক্ষিতে, বিজেপি এমন কোনো সংকট চায়নি, যা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইতিবাচক ঘটনাকে ছাপিয়ে যেতে পারে।

গত প্রায় দেড় বছর ধরে অশান্ত পরিস্থিতিতে রয়েছে মণিপুর। ২০২৩ সালের মে মাসে প্রথম মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের সহিংস আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এই রাজ্য। গত বছরের সেপ্টেম্বরে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় সংঘর্ষ চলে মণিপুরের বিস্তীর্ণ এলাকাজুড়ে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের বেশ কয়েক জন বিধায়কের বাড়িতেও হামলা চালায় উন্মত্ত জনতা।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যের পাঁচ জেলায় কারফিউ জারি করা হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবাও। রাজ্যের দুই জাতিগত গোষ্ঠীর এই সংঘাতে দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।