মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭৪ জন বাংলাদেশি আটক হয়েছেন। গত শুক্রবার দেশটির সেরেম্বান প্রদেশের নেগেরি সেম্বিলানের কুয়ালা পিলাহে এক অভিযানে তাঁদের আটক করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এ সময় বিভিন্ন দেশের আরো ৪২ জন অবৈধ নাগরিককে আটক করা হয়। গতকাল শনিবার সেরেম্বান রাজ্যের অভিবাসন পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নেগেরি সেম্বিলানের কুয়ালা পিলাহের একটি ইট কারখানা এবং পোর্ট ডিকসনের একটি শিল্প ভবনের নির্মাণস্থলে আলাদা অভিযান চালানো হয়। অভিযানে ১৮০ জন বিদেশির নথিপত্র যাচাই-বাছাইয়ের পর এদের মধ্যে থেকে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে ১১৬ জনকে আটক করা হয়েছে।
অন্য দেশের আটককৃতদের মধ্যে পাকিস্তানি ৯, ইন্দোনেশিয়ার ১৩ পুরুষ এবং ২ নারী, ভারতীয় ৫, মিয়ানমারের ২ এবং চীনের ১১ জন নাগরিক রয়েছেন।