রবিবার

,

২৩শে মার্চ, ২০২৫

সারাদেশে যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। অভিযানে সারা দেশে যৌথ বাহিনীর তিন লাখের বেশি সদস্য অংশ নিচ্ছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। শনিবার রাত ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই অভিযান শুরু করে যৌথবাহিনী। এছাড়া নোয়াখালীর হাতিয়ায় তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অপারেশন ডেভিল হান্ট’র ব্যাপারে রবিবার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন।