বাংলাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। দীর্ঘ এক বছর পর শুক্রবার সন্ধ্যায় ঢাকার মঞ্চে গাইতে ওঠেন। আমন্ত্রিত দর্শক–শ্রোতারা মুগ্ধ হয়ে উপভোগ করছিলেন তাঁর গান। এমন সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়েন সাবিনা। সঙ্গে সঙ্গে তাঁকে নেওয়া হয় গুলশানের একটি বেসরকারি হাসপাতালে। গণমাধ্যমকে খবরটি জানান সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ।
সাইদ বলেন, ‘সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি; পড়ে যান। তারপর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক সব চিকিৎসা করেন। রাত সাড়ে ১০টার সময় আমরা আপাকে নিয়ে বাসার দিকে রওনা করেছি। এখন আপা পুরোপুরি ঠিক আছেন।’
‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ শীর্ষক এই পরিবেশনার মাধ্যমে আবার মঞ্চে ফেরেন এই শিল্পী। এইচএসবিসি বাংলাদেশের এই আয়োজনে পরদিন শনিবারও একই মঞ্চে গাইবার কথা ছিল এই বরেণ্য শিল্পীর। তবে আয়োজক ও ভক্তদের বারণে তিনি বিশ্রাম নেবেন বলে জানা গেছে।
আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে গান শোনাবেন এ শিল্পী।
২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাঁকে মঞ্চে দেখা যায়নি।