বৃহস্পতিবার

,

৬ই ফেব্রুয়ারি, ২০২৫

সাবালেংকাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রাণী কিস

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

টেনিস ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন আমেরিকান টেনিস তারকা ম্যাডিসন কিস।

বেলারুশিয়ান খেলােয়াড় আরিনা সাবালেংকাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের শিরোপা জিতেছেন ২৯ বছর বয়সী কিস।

মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে কিস সাড়া জাগানো পারফরম্যান্স দেখিয়ে সাবালেংকাকে ৬-৩, ২-৬, ৭-৫ ব্যবধানে পরাজিত করেন। এই জয়ের মাধ্যমে তিনি সাবালেংকার অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয়বার শিরোপা জয়ের স্বপ্নকে শেষ করে দিলেন।

এর আগে ২০১৭ সালে ইউএস ওপেনের ফাইনাল খেলেছিলেন কিস। সেবার স্লোয়ান স্টিফেনসের কাছে হেরে গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়নি তার।

তবে এবার দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন শিরোপজয়ী এবং বিশ্বের নাম্বার ওয়ান আরিনা সাবালেংকাকে হারিয়ে গ্রান্ড স্লাম জিতে নেন।

এর আগে ম্যাডিসন কিস ৪৬ বার প্রথম গ্র্যান্ডস্ল্যাম জেতার লক্ষ্যে নেমেছিলেন। প্রথমবার কোনো বৈশ্বিক গ্র্যান্ডস্ল্যাম জেতার দিক থেকে তিনি খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ আসর। কিসের দীর্ঘ এই অপেক্ষার অবসান হয়েছে দারুণ এক ইতিহাস গড়ে। ২০০৯ সালের পর প্রথম কোনো টেনিস তারকা হিসেবে তিনি এক আসরে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুজনকেই হারিয়েছেন।

ম্যাডিসন কিস অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে পা রেখেছিলেন ১৯ নম্বরে থেকে। এরপর টুর্নামেন্ট শেষ করছেন তিনি প্রথম হয়ে। এমন স্মরণীয় মুহূর্তে স্বামী ও কোচ বর্ন ফ্রাতাঙ্গেলোকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত কিস বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে এই আকাঙ্ক্ষায় ছিলাম, তবে কখনোই আশা ছিল না এই অবস্থানে পৌঁছাতে পারব।’ পরে মজার ছলেই সাবালেংকাকে বলেন, ‘আমি খুবই খুশি তোমাকে পেছনে ফেলতে পেরে।’