শুক্রবার

,

৭ই ফেব্রুয়ারি, ২০২৫

বিশ্বব্যাপী পণ্য উৎপাদনকারীদের কড়া হুমকি দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

যে সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের পণ্য আমেরিকায় উৎপাদন করা হবে না, শুল্ক বাবদ তাদের লক্ষ কোটি ডলার পরিশোধ করতে হবে বলে হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আমেরিকায় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট ট্যাক্স শতকরা ১৫ ভাগে নামিয়ে আনা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া ভাষণে তিনি এই সতর্ক বার্তা দেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেছেন, আমেরিকায় পণ্য তৈরি করলে আমরা পৃথিবীর সবচেয়ে কম কর হার দিচ্ছি। কিন্তু আপনারা যদি পণ্য আমেরিকায় তৈরি না করেন, তাহলে আপনাদের শুল্ক দিতে হবে।

সোমবার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল ট্রাম্পের প্রথম আন্তর্জাতিক ভাষণ। তিনি জানান, কানাডা, মেক্সিকোর মতো প্রধান বাণিজ্য অংশীদারদের ওপর ফেব্রুয়ারি থেকে উচ্চ শুল্ক আরোপ করতে পারে আমেরিকা।

এর আগে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ১০% শুল্ক আরোপের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।