সোমবার

,

২০শে জানুয়ারি, ২০২৫

ভারতকে সিরিজ হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। দীর্ঘ দশ বছর পর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ নিলো অজিরা।

পার্থে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছিল ভারত। সেখানে বোলিংটা অজিরা তুলনামূলক ভালো করলেও ব্যাটিংটা আশানুরূপ হয়নি। অ্যাডিলেডে এরপর দ্বিতীয় টেস্ট থেকেই অজিদের ঘুরে দাঁড়ানো শুরু। পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে ৩-১ ব্যবধানে।

সর্বশেষ ২০১৪ সালে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিলো অস্ট্রেলিয়া। এই সিরিজ জয়ে আফগানিস্তান-আয়ারল্যান্ড বাদে টেস্ট খেলুড়ে সব দলের বিপক্ষেই দ্বিপাক্ষীক সিরিজ জয়ের রেকর্ড গড়লো অজিরা।

এতদিন শুধুমাত্র আট দলের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজের ট্রফি দখলে ছিলো অস্ট্রেলিয়ার। ভারতের বিপক্ষে সিরিজ জয়টা শুধু বাকী ছিলো। এবার সেটাও পূরণ করলো অসিরা।

এর আগেও দু’বার এমন কীর্তি গড়েছিলো অস্ট্রেলিয়া। প্রথমবার ২০০৪-০৫ মৌসুমে এবং পরেরটি ২০০৮-০৯ মৌসুমে। তাই প্রথম দল হিসেবে তিনবার একই সাথে সব টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড গড়লো অস্ট্রেলিয়া।

রেকর্ড তালিকা :
ভারতের বিপক্ষে ৩-১ (পাঁচ ম্যাচের সিরিজ) ব্যবধানে জয়, ২০২৪/২৫

নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ (দুই ম্যাচের সিরিজ), ২০২৩/২৪

পাকিস্তানের বিপক্ষে ৩-০ (তিন ম্যাচের সিরিজ), ২০২৩/২৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ (তিন ম্যাচের সিরিজ), ২০২২/২৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ (দুই ম্যাচের সিরিজ), ২০২২/২৩

ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ (পাঁচ ম্যাচের সিরিজ), ২০২১/২২

শ্রীলংকার বিপক্ষে ২-০ (দুই ম্যাচের সিরিজ), ২০১৮/১৯

বাংলাদেশের বিপক্ষে ২-০ (দুই ম্যাচের সিরিজ), ২০০৬

জিম্বাবুয়ের বিপক্ষে ২-০ (দুই ম্যাচের সিরিজ), ২০০৩/০৪