শনিবার

,

২৫শে জানুয়ারি, ২০২৫

তাহসানের বিয়ের গুঞ্জন অবশেষে সত্য

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

গত কয়েক দিন ধরেই চলছিল জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসানের বিয়ের গুঞ্জন। শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে হলুদ শাড়িতে রোজা আহমেদ ও পাঞ্জাবিতে তাহসান। অবশেষে মুখ খোলেন তাহসান। গণমাধ্যমকে জানান, এখনো বিয়ে না হলেও অচিরেই রোজার সঙ্গে গাটছড়া বাঁধতে যাচ্ছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে হবু স্ত্রী রোজা আহমেদের সঙ্গে একটি ছবি প্রকাশ করে তার ক্যাপশনে তাহসান লিখেছেন, কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে? সঙ্গে হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন ‘হোমফরলাইফ’।

গুঞ্জন হলো সত্যি। নতুন জীবনে সংগীত-অভিনয়শিল্পী তাহসান খান। তাহসানের বিয়ের খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর অনুরাগীরা।

১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ও আমেরিকায় ব্রাইডাল মেইকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা আহমেদ। তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজি বিষয়ে শিক্ষাগ্রহণ শেষে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেইকওভার প্রতিষ্ঠা করেন।

২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন তাহসান। ২০১৩ সালে তাদের সংসারে এক কন্যাসন্তানের জন্ম হয়। তবে ২০১৭ সালে দুজনের ছাড়াছাড়ি হয়ে যায়।