অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বিদেশী নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জনের জন্য সময়সীমা নির্ধারণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে বৈধতা অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হবে বলে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক বিদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের অবগত করা হচ্ছে যে আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বৈধ কাগজপত্রসহ বৈধতা অর্জন করতে হবে। বৈধতা প্রক্রিয়ায় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলে অবৈধভাবে অবস্থানকারী বিদেশী নাগরিক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।




