উৎসব-আনন্দ আয়োজন আর প্রার্থনার মধ্য দিয়ে নিউ ইয়র্কসহ আমেরিকাজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীরা উদযাপন করেছেন যিশুখ্রিস্টের জন্মতিথি বড়দিন। বিভিন্ন সংগঠন চার্চ ও মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। বড়দিন উপলক্ষে ফুল, রঙিন কাগজ আর আলোয় আলোয় সাজানো গির্জাগুলো। ক্রিসমাস ট্রিও সাজানো হয়েছে নানা রঙের আলোয়।
আমেরিকার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস উদযাপন করছে দেশটির নাগরিকেরা। ক্রিসমাস ট্রি সাজানো, কেক, কুকিজ, উপহারের মেলা; সান্তা ক্লজোর টুপি পরে আনন্দ আয়োজনে মেতে উঠেছে সকল শ্রেণি-পেশার মানুষ।
প্রতিটি শহরে এখন চলছে কেনাকাটার ধুম। ক্রিসমাস ডে উপলক্ষ্যে নিউ ইয়র্কের শপিংমল ও গিফট শপগুলো সেজেছে রঙিন সাজে। ছোট-বড় সবার কথা মাথায় রেখে শপগুলোতে রয়েছে উপহারের সমারোহ। অপ্রীতিকর ঘটনা এড়াতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
এ দিনকে সামনে রেখে জমে উঠেছে ক্রিসমাস ট্রির বাণিজ্য। যাতে জনপ্রতি খরচ করছে গড়ে ৮০ থেকে ১০০ ডলার। ন্যাশনাল ক্রিসমাস ট্রি অ্যাসোসিয়েশনের মতে, প্রতি বছর ২০ থেকে ২৫ মিলিয়ন ক্রিসমাস ট্রি বিক্রি হয়। যাতে ব্যবসা হয় আড়াই বিলিয়ন ডলারের।
তবে এসব গাছের মাঝে কারো পছন্দ কৃত্রিম আর কারো বা চোখ প্রকৃতির দিকে। উৎসব সাজাতে এসব গাছ সাধারণত ওরিগন, নর্থ ক্যারোলাইনা ও মিশিগান থেকেই সরবরাহ হয়ে থাকে। এছাড়াও কানাডা ও ব্রিটিশ কলম্বিয়া থেকেও আমদানি হয় ক্রিসমাস ট্রি।