শনিবার

,

২৫শে জানুয়ারি, ২০২৫

ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: বাংলাদেশ দূতাবাস, ভিয়েতনাম

এক বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার ভিয়েতনামের হ্যানয়স্থ বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।

ব্যানার, ফেস্টুন, ফুল এবং রঙিন আলোকসজ্জায় সাজে সজ্জিত দিনব্যাপী অনুষ্ঠানে ভিয়েতনামে বসবাসরত বিভিন্ন পেশা শ্রেণীর প্রবাসী বাংলাদেশী, হ্যানয়ে অবস্থিত বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও কূটনীতিক, ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন।

 

 

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদযাপন শুরু হয় এবং বিকেলে খেলাধুলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সন্ধ্যায় বিজয় দিবস উদযাপনের চূড়ান্ত পর্বে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জাতীয় সঙ্গীত পরিবেশনা; মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা এবং মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্রমন্ত্রীর দেয়া বাণী পাঠ করা হয়।

 

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার। বক্তব্যের শুরুতে তিনি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের। তিনি আরো শ্রদ্ধা জ্ঞাপন করেন ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহিদদের।

অনুষ্ঠানে উপস্থিত সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে উপদেষ্টা বলেন, “স্বাধীনতা যুদ্ধে মহান বিজয় আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। এর চেতনা আমাদের সকল উন্নয়ন অগ্রযাত্রার মূলমন্ত্র। বিশ্ববাজারে পোশাক শিল্পে নেতৃত্ব প্রদান এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ আজ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। আগামী দিনগুলোতে এই বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে একটি বৈষম্যহীন উন্নত, সমৃদ্ধ ও আরো মর্যাদাশীল বাংলাদেশ গড়তে আমাদের একযোগে কাজ করে যাওয়ার বিকল্প নেই”।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান। বক্তব্যের শুরুতে তিনি মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ, দুই লাখ মা-বোন এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের আগত অতিথিদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করে তিনি মহান বিজয় দিবসের গৌরবময় অর্জনের শক্তিকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা ধারন করে দেশ মাতৃকার উন্নয়নের জন্য প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে কাজ করার অনুরোধ করেন।

আলোচনা পর্ব শেষে খেলাধুলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার। অবশেষে আগত অতিথিদের মাঝে দেশীয় খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বর্তমানে ভিয়েতনামে সরকারি সফরে রয়েছেন।