শনিবার

,

২৫শে জানুয়ারি, ২০২৫

ভারতকে ‘অসহযোগী’ দেশের তালিকাভুক্ত করলো আমেরিকা

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলার সঙ্গে এবার ভারতকেও ‘অসহযোগী’ দেশগুলোর তালিকায় যুক্ত করেছে আমেরিকা। দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) ভারতকে ‘অসহযোগী’ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে। আইসিইর বরাত দিয়ে শুক্রবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এই খবর জানিয়েছে।

আইসিই’র অভিযোগ, তালিকাভুক্ত দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু ও নির্ধারিত ফ্লাইটে নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ।

তথ্য অনুযায়ী, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটি থেকে ১৪ লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করেছে। এর মধ্যে ভারতীয় অভিবাসীই ১৮ হাজার।

আইসিই জানায়, সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকায় অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে প্রায় ৯০ হাজার ভারতীয়কে আটক করা হয়েছে, যাদের অধিকাংশই পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের।

ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ ভারত-আমেরিকা কূটনৈতিক সম্পর্কেও চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।