দেশের আলোচিত চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফীর বহুল প্রত্যাশিত ওয়েব সিরিজ ‘ব্লাক মানির’ প্রথম ঝলক দেখা গেল। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। ধারণা করা হচ্ছে খুব শিগগির সিরিজটি দেখতে পারবেন দর্শক।
এই সিরিজের মাধ্যমে নতুনরূপে দেখা গেছে আশি-নব্বইয়ের দশকের জনপ্রিয় চলচ্চিত্র নায়ক রুবেলের। এ ছাড়া ওয়েব সিরিজটিতে পূজা চেরি, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, পাভেলসহ বিভিন্ন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদেরও দেখা গেছে।
গল্পটিও নজর কাড়বে, আশা সংশ্লিষ্টদের। কাহিনীতে দেখা যায়, হাজার কোটি টাকা নিয়ে ধুন্ধুমার লেগে যায় শহরে। এই টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্যে খুন হয় শহরের প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীসহ অনেকেই। বয়ে যায় রক্তের বন্যা।
কিন্তু এতকিছুর পরেও কি আদৌ সেই টাকা কারও হাতে আসে? উত্তর জানা যাবে ওয়েব সিরিজ ব্ল্যাক মানি-তে!
প্রোডাকশন হাউজ বঙ্গোর ব্যানারে মুক্তি পেতে যাচ্ছে সন্ত্রাস, কালোটাকা, অন্ধকার জগত ও মাফিয়া কেন্দ্রিক সিরিজটি।