সোমবার

,

২০শে জানুয়ারি, ২০২৫

রাশিয়ার সঙ্গে ‘চুক্তিতে’ আগ্রহী জেলেনস্কি: ট্রাম্প

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ‘চুক্তি’ করতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফ্রান্সের প্যারিসে উভয় নেতার এক বৈঠক শেষে রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে তিনি এ কথা বলেন।

এর আগে শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট প্রাসাদে ত্রিপক্ষীয় এ বৈঠকে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও উপস্থিত ছিলেন। এমন সময় মাখোঁ এ বৈঠকের আয়োজন করেছেন, যখন রাশিয়ার সঙ্গে যুদ্ধের বিষয়ে মার্কিন প্রশাসনের অবস্থান নিয়ে সংশয়ে রয়েছে কিয়েভ।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘জেলেনস্কি ও ইউক্রেন একটি চুক্তি করতে ও উন্মাদনা বন্ধে করতে আাগ্রহী।’ তিনি বলেন, ‘এখানে অকারণে অনেক জীবন নষ্ট হচ্ছে, অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে এবং যদি এটি চলতে থাকে, তবে আরও বড় এবং আরও খারাপ কিছুতে পরিণত হতে পারে। সুতরাং অবিলম্বে যুদ্ধবিরতি হওয়া এবং আলোচনা শুরু করা উচিত।’

নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর জেলেনস্কির সাথে এটি ছিল তার প্রথম মুখোমুখি বৈঠক।

এদিকে এ বৈঠকের কয়েক ঘণ্টা পরই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন বর্তমান প্রশাসন ইউক্রেনের জন্য প্রায় ১০০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন। নতুন এই অস্ত্র সহায়তার মধ্যে রয়েছে ড্রোন, ট্যাংক, সাঁজোয়া যান, হিমার্স রকেট লঞ্চারের গোলাবারুদ এবং আর্টিলারি সিস্টেমের সরঞ্জাম ও যন্ত্রাংশ।