প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ৪ ডিসেম্বর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি ছিল প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির মধ্যে প্রথম ওয়ান টু ওয়ান বৈঠক।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, তাঁরা প্রায় এক ঘণ্টা কথা বলেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর দুদিন পর দেশের পঞ্চবিংশতিতম প্রধান বিচারপতি হিসেবে হাই কোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে দায়িত্ব দেওয়া হয়।