সামরিক আইন জারির ঘোষণা এবং চাপের মুখে তা প্রত্যাহারের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এবার পার্লামেন্টে অভিশংসনের মুখে পড়েছেন। বুধবার তার বিরুদ্ধে বিল এনে এই প্রক্রিয়া শুরু করেছে আইনপ্রণেতারা। সামরিক আইন জারির প্রতিবাদে বিক্ষোভ করেন দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট সদস্যসহ সাধারণ জনগণ। ৩ ডিসেম্বর কোরীয় বার্তা সংস্থা ‘ইয়োনহাপের’ এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
আগের দিন গভীর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণকালে প্রেসিডেন্ট আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দেন। অবশ্য পরে পার্লামেন্ট সদস্যদের বিরোধীতা ও দেশটির সাধারণ জনগণের বিক্ষোভের মুখে সেটি প্রত্যাহারের কথা জানান। তবে এ নিয়ে এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে।
বিরোধীদলীয় সংসদ সদস্যরা জানিয়েছে, তারা বুধবার ইউনের বিরুদ্ধে অভিশংসনের জন্য একটি বিল প্রস্তাব করার পরিকল্পনা করছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে এই বিলের ভোট হবে। প্রস্তাবের ওপর ভোট হলে আমরা জয়ী হবো। কারণ, সংসদে আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
বিরোধী দলীয় জোটের সদস্য হোয়াং উন-হা সাংবাদিকদের বলেন, ‘দ্রুত প্রেসিডেন্টের কার্যক্রম স্থগিত ও তাকে অভিশংসনের প্রস্তাব পাস করার দিকেই এখন পার্লামেন্টের নজর থাকা উচিত।’
এদিকে, ইওলের ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টিও প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিয়নকে বরখাস্ত করার ও পুরো মন্ত্রিসভাকে পদত্যাগের আহ্বান জানিয়েছে।