শনিবার

,

২৫শে জানুয়ারি, ২০২৫

বাংলাদেশ হাইকমিশনে হামলায় পর্তুগালে প্রবাসীদের প্রতিবাদ সভা

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাংচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে পর্তুগালের রাজধানী লিসবনে ৩ ডিসেম্বর একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি অধ্যুষিত এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত এ সভায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আবদুল হাকিম মিনহাজ এবং সঞ্চালনায় ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স।

সভায় আবদুল হাকিম মিনহাজ বলেন, “দেশ রক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না।”

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ বলেন, “দেশ রক্ষায় প্রবাসীরা সবসময় সচেতন ছিল এবং থাকবে।”

সভায় বক্তব্য দেন বিশিষ্ট কমিউনিটি নেতা মোশারফ হোসাইন, সাজিদুল আলম সাজিদ, মোহাম্মদ আমান, সাইফুল হক, আজমল আহমদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।