সোমবার

,

২০শে জানুয়ারি, ২০২৫

প্রথমবারের মত টেস্টে এক ইনিংসে ৫ উইকেট পেয়েছেন নাহিদ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে প্রথমবারের মত ইনিংসে ৫ উইকেট পেয়েছেন নাহিদ রানা। জ্যামাইকা টেস্টে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৬ রানে অলআউট করে ১৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ।

৬১ রানে ৫ উইকেট নিয়ে নাহিদ চাপে রাখেন ক্যারিবিয়দের ব্যাটিং লাইনআপ। ১১ রানে জোড়া শিকার করে যোগ্য সঙ্গত হাসান মাহমুদের। অ্যালিক অ্যাথানজেকে বোল্ড করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাসকিন আহমেদও। এছাড়া ৩ পেসার মিলে নিয়েছেন ৮ উইকেট, দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলামও নিয়েছেন ১টি করে উইকেট।

৬৫ ওভারে, তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির খানিক পরই ১৪৬ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তার আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করেছিল ১৬৪ রান। ১৮ রানের লিড নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ।

৭০ রানে ১ উইকেট নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ বাকি ৯ উইকেটে যোগ করতে পেরেছে মাত্র ৭৪ রান। নাহিদ রানার বলে গালিতে বদলী ফিল্ডার জাকির হাসানের হাতে ক্যাচ দিয়ে আউট হন ক্রেইগ ব্র্যাথওয়েট।

এরপরই শুরু হয় আসা যাওয়ার মিছিল। ক্যারিবিয় ইনিংসের শেষ ব্যাটসম্যান কেমার রোচকে এলবিডাব্লিউ করে প্রথমবারের মত টেস্টে এক ইনিংসে ৫ উইকেট পেয়েছেন নাহিদ রানা, সেই সঙ্গে ইতি টেনেছেন প্রতিপক্ষের প্রথম ইনিংসের।