সোমবার

,

২০শে জানুয়ারি, ২০২৫

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

পরপর দুই ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশের মেয়েরা। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে আইরিশ নারীরা ৬ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ৫ উইকেটে ১৯৭ রান তুলে জয় নিশ্চিত করে। প্রথম ম্যাচ ১৫৪ রানে জিতেছিলো টাইগ্রেসরা।

১৯৪ রান তাড়া করতে নেমে দলীয় ১৫ রানের মাথায় ওপেনার মুর্শিদা খাতুনকে হারায় বাংলাদেশ। শুরুর ধাক্কা সামলে ৮৫ রানের দারুণ এক জুটি গড়ে দলকে সংহত অবস্থানে নিয়ে যান ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। ফারজানা ৮৯ বলে ৬ বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন। ততক্ষণে দলীয় সংগ্রহ ১০০ রান।

পিংকির বিদায়ের পর খুব বেশি সময় উইকেটে থাকা হয়নি শারমিনের। আগের ম্যাচেই ৯৬ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জেতানো এ ব্যাটার গতকাল ৬৩ বলে ৪৩ রান করেছেন। দলীয় ১০৭ রানের মধ্যে টপ অর্ডারের তিন সেরা ব্যাটারকে হারায় বাংলাদেশ। খানিকটা উৎকণ্ঠা তৈরি হলেও দারুণ এক ক্যাপ্টেনস নকে সব উৎকণ্ঠার অবসান ঘটান নিগার সুলতানা। ৩৯ বলে ৪০ রানের ঝলমলে ইনিংস খেলে তিনি দলকে জয়ের কাছাকাছি নিয়ে আউট হয়েছেন। এ পথে তিনি স্বর্ণা আক্তারের সঙ্গে ৫৩ রানের জুটি গড়েন। স্বর্ণা ২৯ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গতকাল দুই দল মিলে করেছে ৩৯০ রান, যা এ দুই দেশের ওয়ানডেতে রেকর্ড।

এ জয়ে আগামীকালের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি রূপ নিল কেবলই আনুষ্ঠানিকতায়। ওয়ানডে সিরিজ শেষে দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লড়বে।

আইরিশদের বিপক্ষে হোম সিরিজ শেষে নিগার সুলতানার দল ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের মাঠে। এ দুটি সিরিজ ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট এরই মধ্যে নিশ্চিত করেছে চারটি দল। বাকি দুটি টিকিটের জন্য লড়ছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের মতো দলগুলো। এছাড়া বাছাই পর্ব খেলে আসবে দুটি দল।

সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড: ৫০ ওভারে ১৯৩/৬ (এমি হান্টার ৬৮; সুলতানা ২/৩২)। বাংলাদেশ: ৪৩.৫ ওভারে ১৯৭/৫ (ফারজানা ৫০, শারমিন ৪৩, নিগার ৪০, স্বর্ণা ২৯*; ডিলানি ২/৪৩)। ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: নিগার সুলতানা (বাংলাদেশ)। সিরিজ: বাংলাদেশ ২-০-তে এগিয়ে।