শনিবার

,

২৫শে জানুয়ারি, ২০২৫

১৭ সিনেমা হলে মুক্তি পেল ‘ভয়াল’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

গতকাল দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘‌ভয়াল’। সার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডে ছাড়পত্র পেয়েছে ‘ভয়াল’। বিপ্লব হায়দার পরিচালিত সিনেমাটি দেশের ১৭টি হলে মুক্তি পেল।

এতে প্রধান চরিত্রে রয়েছেন ইরফান সাজ্জাদ এবং তার বিপরীতে আইশা খান। অন্যতম একটি চরিত্রে অভিনয় করেছেন শওকত সজল। সিনেমাটিতে কামাল চরিত্রে অভিনয় করেছেন তিনি। আরো রয়েছেন গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশাহ প্রমুখ।

প্রায় ১০ বছর পর ভয়াল দিয়ে সিনেমা হলে আসছেন ইরফান সাজ্জাদ। তিনি বলেন, ‘‌এ সিনেমার যে বার্তা, তা খুবই ইউনিক। যারা দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন। বাংলাদেশের সিনেমা তো এখন অন্য রকম একটা অবস্থান তৈরি করছে। সে জায়গা থেকে মনে হচ্ছে ভয়াল একটা ভালো প্রভাব ফেলবে।’

সিনেমার গল্পটা একটু আলাদা। যে গল্পে ক্রাইসিস, রোম্যান্স ও টানাপড়েন আছে, যে টানাপড়েন আমাদের সমাজে অহরহ ঘটে, কিন্তু সচরাচর এ টপিকের ওপর কোনো নাটক বা সিনেমা হয় না। সে জায়গা থেকে আমরা যেভাবে ভয়াল সিনেমাটিকে দেখাতে চেয়েছি, এটি দর্শক ভালোভাবেই গ্রহণ করবে এ আশা রাখছি। স্ক্রিন প্লে থেকে শুরু করে গল্প বলার ধরনসহ প্রতিটা সিকোয়েন্স এমনভাবে সাজানো হয়েছে যে দর্শক শেষ পর্যন্ত সিনেমাটির সঙ্গে থাকবে।

কামাল চরিত্র প্রসঙ্গে শওকত সজল বলেন, ‘আমি নেতিবাচক একটি চরিত্রে অভিনয় করেছি। কামাল সমাজের একজন খারাপ লোক। চোরাকারবারী, নারী লোভী ও অসৎ এক লোক। কমেডি ধাঁচের চরিত্রও বলতে পারেন। দর্শকের ভালো লাগার মতো এই চরিত্র। যখন কাজটির প্রস্তাব পাই তখন ওয়েব ফিল্ম নির্মাণের পরিকল্পনা ছিল নির্মাতার। তাকে বলেছিলাম গল্পটি ভালো। এটি সিনেমা হতে পারে। শুরুতে প্রযোজক রাজি না হলেও পরে রাজি হন। সিনেমাটি নিয়ে আমরা অনেক আশাবাদী।’