শনিবার

,

২৫শে জানুয়ারি, ২০২৫

অব্যবস্থাপনায় বিপর্যস্ত আতিফ আসলামের কনসার্ট

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার নেতৃত্বে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর শুক্রবার রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামকে নিয়ে বহুল প্রত্যাশিত কনসার্ট ‘ম্যাজিকাল নাইট ২.০’ অনুষ্ঠিত হয়েছে।

আতিফ আসলাম ছাড়াও পাকিস্তানের এ সময়ের জনপ্রিয় গায়ক আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান, কাকতাল ব্যান্ড এবং বাংলাদেশের ইডিএম ও ডিজে জুটি অ্যাপেরুসকে নিয়ে করা এই আয়োজন ঘিরে উচ্ছ্বাস ছিল সাধারণ মানুষের মনে। কিন্তু আশাহত হয়েছে দর্শক।

আয়োজকদের অব্যবস্থাপনার কারণে অসাধারণ এই আয়োজনের উচ্ছ্বাস মলিন হয়ে গেছে।
ট্রিপল টাইম কমিউনিকেশন আয়োজিত এই কনসার্টের সবদিকেই চরম অব্যবস্থাপনার পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন দর্শকরা। অনেক দাম দিয়ে টিকিট কেনার পরও অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে না পারা, প্রবেশ ফটকে হয়রানি, শৌচাগার সুবিধা না থাকা ও ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক ঢোকানোর মতো অভিযোগ করেছেন কনসার্ট উপভোগ করতে আসা আনেকেই।

বাংলাদেশি ব্যান্ড কাকতালের পারফরম্যান্সের মাধ্যমে কনসার্ট শুরু হয়। তাদের ‘রক্ত গরম মাথা ঠান্ডা’সহ আরও কয়েকটি গান হতে না হতেই দর্শকে পরিপূর্ণ হয়ে যায় স্টেডিয়াম।

সন্ধ্যা ৭টার দিকে মঞ্চে উঠে দর্শকদের অভিবাদন জানিয়ে আবদুল হান্নান বলেন, ‘আপনাদের এমন সাড়ায় আমি অভিভূত। আমার কনসার্টে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় জমায়েত।’

শিল্পীর জনপ্রিয় গান ‘ইরাদে’র পাশাপাশি এ বছরের কোক স্টুডিও পাকিস্তানে হ্যারি স্টাইলের ‘অ্যাজ ইট ওয়াজ’ ও জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড কাভিশের সঙ্গে গাওয়া ‘ও ইয়ারা’ গানটি পরিবেশন করেন হান্নান।

সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে ‘এখোনো’ গান দিয়ে পারফরম্যান্স শুরু করেন তাহসান। এরপর তার বেশ কয়েকটি গান দর্শকদের উপহার দেন এই গায়ক।

রাত পৌনে ৯টার দিকে মঞ্চে ওঠেন আতিফ আসলাম। তবে পারফরম্যান্স শুরু করার পর হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে তাকে থামতে হয়। তবে যান্ত্রিক ত্রুটি বিশ্বব্যাপী জনপ্রিয় এই শিল্পীর উচ্ছ্বাস থামাতে পারেনি। প্রায় তিন ঘণ্টা ধরে দর্শকদের ওপর সূরের জাদু প্রয়োগ করতে থাকেন তিনি।

একের পর এক জনপ্রিয় বলিউড, হিন্দি ও উর্দু গান পরিবেশন করে ভক্তদের একটি স্মরণীয় রাত উপহার দেন তিনি। উপস্থিত ভক্তদের অভিবাদন জানিয়ে আতিফ বলেন, ‘বাংলাদেশকে সবসময় আমার দ্বিতীয় বাড়ি মনে হয়।’

শুক্রবার দুপুর ১টার কনসার্টের গেট খুলে দেওয়া হয়। তবে কনসার্টে আগত দর্শনার্থীরা শহরের বিভিন্ন স্থান থেকে আসায় উত্তরা থেকে মহাখালীগামী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, একপর্যায়ে যানজটে স্থবির হয়ে পড়ে সড়কটি। এছাড়া পার্কিংয়ের ব্যবস্থা ও সঠিক কোনো নির্দেশনা না থাকায় শুরু থেকেই ভোগান্তির মুখে পড়েন কনসার্টে আসা দর্শকরা।

কাকতালের পারফরম্যান্সের পর স্টেডিয়ামে প্রবেশের ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন অনেকে। একপর্যায়ে তাদের সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীকে লাঠিচার্জ করতে দেখা যায়।

কিছুক্ষণ বিরতির পর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এপিরাসের পরিবেশনার মধ্য দিয়ে পুনরায় অনুষ্ঠান শুরু হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় গেট বন্ধ করে দেওয়া হয়।

তিন ক্যাটাগরিতে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শীর্ষক এই কনসার্টের টিকিট বিক্রি করেছে আয়োজক সংস্থা- ম্যাজিক্যাল জোন, ফ্রন্ট জোন ও জেনারেল; যার মূল্য ছিল যথাক্রমে ১০ হাজার, সাড়ে ৪ হাজার ও আড়াই হাজার টাকা।

কনসার্ট কভার করতে গিয়ে সাংবাদিকদেরও বিড়ম্বনায় পড়তে হয়েছে। আর্মি স্টেডিয়ামের বিধিনিষেধ অনুসারে কনসার্ট ভেন্যুতে ক্যামেরা, গিম্বল, মাইক্রোফোন বা এমনকি পাওয়ার ব্যাংকসহ কোনো ধরনের অডিও-ভিজ্যুয়াল সরঞ্জাম নিয়ে প্রবেশের অনুমতি ছিল না। এছাড়া অনুষ্ঠানের দিন পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনও শেষ মুহূর্তে বাতিল করা হয়।