বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে মোহামেডানের সামনে দাঁড়াতেই পারেনি ওয়ান্ডারার্স। মোহামেডান ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ওয়ান্ডারার্সকে। অধিনায়ক সুলেমান দিয়াবাতে করেছেন জোড়া গোল। শুক্রবার গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামের অভিষেক হলো প্রিমিয়ার লিগের এই ম্যাচ দিয়ে।
ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। ঘানার ফুটবলার আর্নেস্ট বোয়েটাংয়ের ক্রস থেকে মোহামেডানকে ১–০ গোলে এগিয়ে দেন নাইজেরিয়ান ইমানুয়েল সানডে। অবশ্য দ্বিতীয় গোলটি মোহামেডান পেয়েছে ওয়ান্ডারার্সের গোলকিপার হামিদুর রহমানের ভুলে। সরাসরি শটে মোহামেডানের মিনহাজুর রাকিব স্কোরলাইন ২–০ করেন। এরপর তৃতীয় গোলটি করেন সোলেমান দিয়াবাতে, ম্যাচের ২৩ মিনিটে। প্রথমার্ধে ৩–০ গোলে এগিয়ে ছিল মোহামেডান।
এদিকে ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনটি করে গোল করেছে মোহামেডান। ক্লাবটির হয়ে বাকি গোলগুলো করেন সানডে এমানুয়েল, মিনহাজুল আবেদীন বাললু, এরনেস্ত বোয়েটেং ও সৌরভ দেওয়ান।