শনিবার

,

২৫শে জানুয়ারি, ২০২৫

আশা গ্রুপের থ্যাঙ্কসগিভিং ডে উদযাপন

তানভীর শেখ, নিউইয়র্ক
ছবি: আশা গ্রুপ

আশা গ্রুপ-এর আয়োজনে আশা স্যোশাল এডাল্ট ডে-কেয়ার-এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উদযাপিত হলো আমেরিকার ঐতিহ্যবাহী থ্যাঙ্কসগিভিং ডে। প্রত্যেক বছর নভেম্বর মাসের ৪র্থ বৃহস্পতিবার আমেরিকায় এবং অক্টোবরের ২য় সোমবার কানাডায় এই দিনটি পালন করা হয়। থ্যাঙ্কসগিভিং ডে-কে অনেকে আবার দ্যা টার্কি ডেও বলে থাকে।

 

 

আশা পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আশা গ্রুপের জেনারেল ম্যানেজার বোরহানুস সুলতান। এরপর উপস্থিত প্রবীণদের অনুভূতি ব্যক্ত করার পাশাপাশি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন সাপ্তাহিক সাদাকালো পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মাদ কাশেম। থ্যাঙ্কসগিভিং ডে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আশা গ্রুপের প্রেসিডেন্ট এন্ড সিইও লায়ন ইঞ্জিনিয়ার আকাশ রহমান। এছাড়া ভার্চুয়ালি যুক্ত থেকে শুভেচ্ছা বিনিময় করেন আশা গ্রুপের চেয়ারপার্সন এশা রহমান। নানান আনুষ্ঠানিকতা শেষে আশা গ্রুপের কর্মকর্তাসহ আশা স্যোশাল এডাল্ট ডে-কেয়ার-এর সকল প্রবীণ সদস্যদের নিয়ে যুক্তরাষ্ট্রের প্রাচীনতম অনুসঙ্গ হিসেবে টার্কি কেটে আনন্দঘন পরিবেশে শেষ হয় বিশেষ এ আয়োজন।

প্রসঙ্গত, ১৬২০ সালে ‘মে ফ্লাওয়ার’ নামের এক জাহাজে চড়ে ১০২ জন নানা ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম চর্চা করার জন্য ইংল্যান্ড ছেড়ে নতুন আশ্রয়ের সন্ধানে বের হয়েছিলেন। কয়েকমাস পর তারা ম্যাসাচুসেটস বেতে এসে থামেন। যাত্রীদের অনেকেই অর্ধাহারে ও শীতের কোপে অসুস্থ ও দুর্বল হয়ে পড়েছিল। তাদের মধ্যে যারা সুস্থ ছিলেন তারা জাহাজ থেকে তীরে এসে নামেন। ওখানেই তারা প্লিমথ নামে একটি গ্রাম গড়ে তোলেন।

সেখানে স্কোয়ান্তো নামের এক উপজাতি আমেরিকান ইন্ডিয়ানের সঙ্গে তাদের পরিচয় হয় এবং স্কোয়ান্তো তাদের নিজে হাতে শিখিয়ে দেয় কীভাবে কর্ন চাষ করতে হয় বা মাছ ধরতে হয় এবং কীভাবে ম্যাপল গাছ থেকে রস সংগ্রহ করতে হয়।

 

 

১৬২১ সালের নভেম্বরে প্লিমথবাসী তাদের উৎপাদিত শস্য কর্ন নিজেদের ঘরে তুলতে পেরেছিল। কর্নের ফলন এত বেশি ভালো হয়েছিল যে, গভর্নর উইলিয়াম এ উপলক্ষে সব আদিবাসী এবং নতুন প্লিমথবাসীর সৌজন্যে ভূরিভোজের আয়োজন করেছিল। ওই অনুষ্ঠানে সবাই প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানান তাদের সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য ও এমন সুন্দর শস্য দান করার জন্য। তারপর উপস্থিত সবাই সবাইকে ধন্যবাদ জানান সারা বছর একে অপরকে সাহায্য-সহযোগিতা করার জন্য। এই অনুষ্ঠানটি আমেরিকার প্রথম থ্যাঙ্কসগিভিং ডে হিসেবে স্বীকৃতি পায়।