জমজমাট ও বর্ণিল আয়োজনে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো এটিভি ইউএসএ-আইকনিক স্টার এন্ড বিজনেস এওয়ার্ড। রবিবার (২৪ নভেম্বর) নিউইয়র্ক সিটির লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমের এই আয়োজন পরিণত হয়েছিল তারার মেলা। এটি ছিল আইকনিক অ্যাওয়ার্ড এর সিজন সিক্স এর আয়োজন।
বর্ণিল এই আয়োজনে বাংলাদেশ ও ভারতের তারকাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। জাঁকজমক আয়োজনে একটি সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিদের বিনোদিত করেছেন শিল্পীরা। আয়োজনের শুরু থেকেই নাচ, গান আর ফ্যাশন শো’তে মুগ্ধ হন দর্শকরা। ফাঁকে ফাঁকে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শ্রেষ্ঠ শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
![](https://www.atvusa.tv/wp-content/uploads/2024/11/362fc54e-dd7c-4d51-a117-0b5ffb6e4a2d-300x200.jpg)
অনুষ্ঠানে ওপার বাংলার পায়েল সরকার, মন্দিরা চক্রবর্তী, শর্মিলা মাইতি বাংলাদেশের বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, সাদিয়া জাহান প্রভা, মামনুন হাসান ইমন, নীরব হোসাইন, আব্দুর নুর সজল, মিস্টি জান্নাত, মিলা হোসাইন, নিবিড় আদনান নাহিদ, রেশমি মীর্জা, তানভীর তারেক, দেবাশীষ বিশ্বাস, সাদিয়া খন্দকার, শারমিনা সিরাজ সোনিয়া, মনির হোসেন যুবরাজ, জারিন তাসনিম, এমএ ওয়াহিদ, আমজাদ হোসাইন, গৌতম সাহা, শাহাদাত হোসেন সুমন, ওয়ালি সুজন, শামিম হোসাইন, নানজিবা খান ও হিমেল আশরাফের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। এ ছাড়া প্রভাবশালী নারী উদ্যোক্তা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য আশা গ্রুপ অব কোম্পানীজ এর কো-ফাউন্ডার এবং চেয়ারপার্সন এশা রহমানকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
![](https://www.atvusa.tv/wp-content/uploads/2024/11/23e54fa7-ac97-4808-bc4b-c397ca967305-300x200.jpg)
পুরোটা সময় জুড়ে মন্ত্রমুগ্ধের মত অনুষ্ঠান উপভোগ করেছেন দর্শকরা। অনুষ্ঠানের চমক ছিলো মঞ্চে এটিভি ইউএসএ’র প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমানের ব্যতিক্রমী উপস্থিতি। নিউইয়র্কের শাহরুখ খান খ্যাত আকাশ রহমানের মঞ্চে উপস্থিতি ছিল তেমনি। নাচে গানে ভরিয়ে তোলা এই বিশেষ মুহূর্তটি দারুণভাবে উপভোগ করেছিলেন দর্শকরা।
![](https://www.atvusa.tv/wp-content/uploads/2024/11/bf4e6c64-24d9-4741-89dd-ba15cf84e470-300x200.jpg)
অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন আশা গ্রুপের চেয়ারপার্সন এশা রহমান। তিনি একাধিক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিল্পীর হাতে পুরস্কার তুলে দেন। তিনি তার বক্তব্যে সামনের দিনগুলোতে আরও ভালো কিছু উপহার দিতে সবার সহযোগিতা চান। বিশেষ করে নারীদের পাশে থেকে কাজ করে যাওয়ার কথা বলেন তিনি।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন সাংবাদিক হাসানুজ্জামান সাকী। শারমিনা সিরাজ সোনিয়া, সাদিয়া খন্দকার এবং দেবাশীষ বিশ্বাসের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি ছিল চমৎকার। ফ্যাশন শোতে বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, নিবিড় আদনানদের মতো তারকারা মঞ্চ মাতিয়েছেন। এছাড়া গান আর নাচের বৈচিত্র অনুষ্ঠানকে অন্য উচ্চতায় নিয়ে যায়। বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা ইমন, নীরব আর সজলদের পারফরমেন্স দর্শকদের বিনোদিত করেছে। মঞ্চে উঠে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন প্রবীন অভিনেতা আহমেদ শরীফ, শিল্পী সামিনা চৌধুরী, এজাজ খান স্বপন। অনুষ্ঠানে উপস্থিত থেকে শিল্পী, কলাকূশলী এ ব্যবসায়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন কাজী মারুফ, শিরিন বকুল, ফাহাদ সোলনায়মান, মো: খলিলুর রহমান, লিটন আহমেদ এবং বেলায়েত হোসেন বেলাল।
![](https://www.atvusa.tv/wp-content/uploads/2024/11/10349daa-1c0e-49c8-a5b8-c57d54f3dd74-300x200.jpg)
এই আয়োজনের অন্যতম কারিগর পিয়াল হাসান। সবার সহযোগিতায় সামনে আরো ভালো অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেন তিনি। সবশেষে মঞ্চে উঠে সবাইকে ধন্যবাদ জানান আশা গ্রুপ এবং এটিভি ইউএসএ’র প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান। সুন্দর ও সৃষ্টিশীল কাজে সবসময় পাশে থাকবেন বলে জানান তিনি।
অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন সামিনা চৌধুরী, শামীম হোসেন, রেশমি মির্জা, পায়েল, নাজু আখন্দ, ফাবাশির তেজি খান, স্বপ্নীল সজীব, মিস্টি জান্নানত, নাহিদ, জারিন, সামিয়া, নাইরিতা, আলভান ও সাগ্নিক।
এর আগে অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথি ও শিল্পীদের লাল গালিচায় বিশেষ সম্মান জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। বিশেষ সেই পর্বটি পরিচালনা করেন তানভির শেখ। সব মিলিয়ে বর্ণিল এই অনুষ্ঠান আমন্ত্রিত অতিথিরা মনে রাখবেন অনেক দিন। আয়োজকরা জানিয়েছেন আইকনিক অ্যাওয়ার্ডের সপ্তম আসরটি বসবে আগামী বছর দুবাইতে।