শনিবার

,

২৫শে জানুয়ারি, ২০২৫

নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলার ফি প্রদানে ক্রেডিট কার্ড সুবিধা চালু

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ক্রেডিট কার্ডের মাধ্যমে সব ধরনের ফি জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। কনস্যুলেট জেনারেলের সব সেবা আরও স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও জনবান্ধব করার অংশ হিসেবে এ সেবা চালু করা হয়েছে।

গত ২০ নভেম্বর নিউইয়র্কের কনস্যুলেট অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ক্রেডিট কার্ডের মাধ্যমে সরকার নির্ধারিত সব ধরনের ফি জমা দেওয়ার ক্ষেত্রে প্রতিটি লেনদেনের জন্য তিন শতাংশ ব্যাংক সারচার্জ প্রযোজ্য হবে। এছাড়া মানি অর্ডারের মাধ্যমে ফি পরিশোধের প্রচলিত ব্যবস্থাও অব্যাহত থাকবে। সেবাগ্রহীতাদের কার্ডের মাধ্যমে ফি পরিশোধের এই সুবিধার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে। গেল সেপ্টেম্বরে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে খরচ করেছেন ৭৭ কোটি টাকা।