শনিবার

,

২৫শে জানুয়ারি, ২০২৫

ফেস ওয়াশ করার পর ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত

সুমাইয়া তাজিন সুমি
ছবি: সংগৃহীত

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা কম-বেশি সবাই জানি। কিন্তু কেন? কি উপকার রয়েছে এটি ব্যবহারে, তা কি সবাই জানি। আসুন জেনে নিই ময়েশ্চারাইজার সম্পর্কে এবং সঠিকভাবে ব্যবহারের নিয়ম। স্কিন যদি সঠিকভাবে ময়েশ্চারাইজড থাকে, তাহলে আলাদা করে কিছু করার প্রয়োজন পরে না! স্কিনকে ভেতর থেকে সুস্থ রাখতে পারলে স্কিনে আলাদা করে কোন সমস্যা দেখা দেবে না।

শুষ্ক ত্বককে আর্দ্রতা প্রদান করা ময়েশ্চারাইজারের প্রধান কাজ। সব রকমের স্কিনের সাথে সাথে ড্রাই স্কিনের বিশেষ খেয়াল নিয়ে থাকে ময়েশ্চারাইজার। স্কিনকে ভেতর থেকে হেলদি রাখে, যাতে বাইরের দূষণ স্কিনের ক্ষতি করতে না পারে সহজে। গাছ যেমন পানি ছাড়া তার সতেজতা হারায়, ঠিক তেমনই ময়েশ্চারাইজার ছাড়া আমাদের স্কিন তার সতেজতা বজায় রাখতে পারে না। ব্রণ, ব্ল্যাকহেডস, মুখে হওয়া কালো দাগ, ছোপ থেকে স্কিনকে দূরে রাখতে ময়েশ্চারাইজার অসাধারণ কাজ করে।

আবহাওয়া শীতল হোক বা গরম, এসির ঠাণ্ডা হোক বা ঘরের নিজস্ব তাপমাত্রা ইত্যাদি নানা কারণ আমাদের ত্বকের আর্দ্রতা শুষে নেয়। ত্বক হয়ে ওঠে শুষ্ক। ময়েশ্চারাইজার আমাদের ত্বকের এই আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি নানা ক্ষতি রোধে সহায়তা করে। স্কিনের হাজার একটা সমস্যার মধ্যে অন্যতম হল লালচে ভাব, চুলকানি, র‍্যাসের মত সমস্যা। স্কিন রুক্ষ থাকলে এইগুলো বেশি করে প্রকট হয়। ত্বক স্মুদ বা প্রশমিত থাকলে এগুলো দেখা দেয় না। তাই ময়েশ্চারাইজার ব্যবহারের মাধ্যমে আপনারা এই ধরনের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন অনায়াসে।

কখন ময়শ্চারাইজার ব্যবহার করবেন, তা নির্ভর করে কোথায় ব্যবহার করছেন তার উপর। যদি সারা শরীরে ময়েশ্চারাইজার ব্যবহার করেন, তাহলে অবশ্যই তা গোসলের পর করা উচিত। কারণ এই সময় শরীর সবচেয়ে পরিষ্কার থাকে। ফলে ময়েশ্চারাইজার ভালোভাবে স্কিনে প্রবেশ করে তার কাজ করতে সক্ষম হয়।
আর মুখে ময়েশ্চারাইজার ব্যবহার নির্ভর করে সম্পূর্ণ আপনার উপর। আপনি যখন ফেস ওয়াশ ব্যবহার করেন তারপরই ময়েশ্চারাইজার লাগান। তবে সবচেয়ে ভালো রেজাল্ট পেতে চাইলে সকালে একবার ও রাতে একবার ফেসওয়াশ করার পর এটি অ্যাপ্লাই করুন।

সকালে ও রাতে ফেস ওয়াশ করার পর আপনার পছন্দের ময়েশ্চারাইজার মুখে লাগিয়ে নিন। এটি লাগানোর সময় মুখের উপর বেশি চাপ প্রয়োগ করবেন না। উপরের দিক স্ট্রোক ব্যবহার করে ময়েশ্চারাইজারটি আলতোভাবে প্রয়োগ করবেন। কখনও ত্বকে ঘষে ঘষে এটি অ্যাপ্লাই করবেন না। মেকআপ করার আগে ফাউন্ডেশন বা অন্য কোনও সামগ্রী লাগানোর আগে চাইলে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারেন। মেকআপের হাত থেকে স্কিন সুরক্ষিত থাকবে।